Principal's Message Message

Principal's Message Message

বিসমিল্লাহির রহমানির রহিম। “শতফুল ফুটতে দাও” এ গণতান্ত্রিক এবং সার্বজনীন শিক্ষার মূল ভিত্তিই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত অসাম্প্রদায়িক উদার ও আলোকিত বাংলাদেশ গড়া। এ লক্ষ্য সামনে রেখে বড়ইবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে বর্তমান তথ্য প্রযুক্তির মহাসড়কে একটি ডায়নামিক ওয়েব-সাইট খোলা হচ্ছে- এটা অত্যন্ত আনন্দের কথা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১০ সালের শিক্ষানীতির আলোকে প্রত্যাশিত ওয়েব-সাইটের বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে জাতিকে সৃজনশীল ও কর্মমুখী করে তুলবে। একই সঙ্গে টেকসই উন্নয়নের ( sustainable development এর ) লক্ষ্যে এ বিপুল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে সহায়তা করবে। সে দৃষ্টিভঙ্গীতে কলেজের ইতিহাসে এটি একটি মাইলস্টোন হয়ে থাকবে। আমি এ ওয়েব-সাইটটিকে পূর্ণাঙ্গরূপে কার্যকর করার এবং সময়ের চাহিদা মাফিক নতুন নতুন প্রোগ্রাম সংযোজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। এই ওয়েবসাইটের সাথে আমরা একটি এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়ার সংযুক্ত করেছি। এরফলে শিক্ষার্থীদের যাবতীয় কার্যক্রম সফটওয়ারের মাধ্যমে নির্ভুল ভাবে পাওয়া যাবে। যেমন, শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা রিপোর্ট, শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র, ফলাফল, মার্কশীট, উপস্থিত বা অনুপস্থিতির জন্য অভিভাবকের নিকট এসএমএস প্রেরণ, বেতন আদায়, অনলাইনে সারসরি (লাইভ) এবং রেকর্ডিং পাঠদানে অংশগ্রহণের সুযোগ প্রভৃতি কলেজের যাবতীয় তথ্যাদি তাৎক্ষণিক ভাবে অবগত হবার সুযোগ সৃষ্টি হবে এ ওয়েবসাইটটি স্থাপিত হলে। সুযোগ হবে ভি.ডি.ও ক্লিকের মাধ্যমে সহশিক্ষা কার্যক্রমের অন্তর্ভূক্ত খেলধুলা ও বহুমুখী সাংস্কৃতিক কর্মকান্ডে ছাএ-ছাএীদের অনুপ্রাণিত করার মত জাতীয় ও আন্তর্জাতিক আইকনদের দেখার এবং শেখার। ডায়নামিক ওয়েব-সাইটটির মাধ্যমে উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাশ) ছাএ-ছাএী/ শিক্ষক-শিক্ষিকা ও সকলেই যে কোন সময়ের চেয়ে অনেক উন্নত মানের তথ্য সেবা পাবেন। তাৎক্ষণিকভাবে জানতে পারবে অভ্যন্তরীণ ও পাবলিক পরীক্ষার ফলাফল, বড়ইবাড়ী আদর্শ কলেজটি শিক্ষা জগতের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষার আলো বিতরণে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে-এটাই আমাদের ঐকান্তিক কামনা ।

ধন্যবাদান্তে


মো: আলতাফ হোসেন খান
অধ্যক্ষ
বড়ইবাড়ী আদর্শ কলেজ
কালিয়াকৈর,গাজীপুর।