Chief Petron's Message

A.K.M. Mozammel Haque M.P.
Minister
Ministry of Liberation War Affairs

বিসমিল্লাহির রাহমানির রাহিম
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ (vision-2021) বাস্তবায়নের লক্ষে তাঁর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার সুবিশাল কর্মযজ্ঞের সঙ্গে সঙ্গতি রেখে বড়ইবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ ডায়নামিক ওয়েব-সাইট স্থাপন প্রকল্পটি নি:সন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী পদক্ষেপ

Read More...

অধ্যক্ষ সাহেবসহ যাঁরা এ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংযুক্ত তাঁদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।এটা খুবই সুখের কথা:এ ধরনের ওয়েবসাইট ব্রাউজিং করলে প্রশাসন,শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের তথ্যকণা মুহূর্তের মধ্যে উঠে আসবে।আমরা বিশ্বাস করি:দেশ গড়ার ক্ষেত্রে অংশীদারিত্বের কর্মযজ্ঞ দেশের অর্থনৈতিক মুক্তি অর্জনে যথেষ্ট সহায়ক।এ লক্ষ্য অর্জনে প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে,আছে স্বচ্ছতা ও জবাবদিহিতা (Transparency and accountability)।বলা সঙ্গত যে,তথ্য –প্রযুক্তিতে সমৃদ্ধ এ ডায়নামিক ওয়ো-সাইটটি আমাদের অভিষ্ট লক্ষ্যে পেীছুতে সহায়তা করবে।এতে করে ছাত্র-ছাত্রীদের হতে হবে অধ্যবসায়ী,শিক্ষকবৃন্দ হয়ে উঠবেন আরো দায়িত্বশীল এবং অভিভাবকগণ হবেন সচেতন। বলা প্রয়োজন যে,আলোকিত মানুষ গড়ার জন্য এ প্রযুক্তির মাধ্যমে ই-মেইল ছেড়ে, অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ভি.ডি.ও ক্লাস দেখিয়ে ছাত্র-ছাত্রীদের শিখন-শিখানো পদ্ধতিকে আরো গতিশীল করে তুলবে।বাঁচবে সময়।হতে হবে না হয়রানি।হবে অর্থনৈতিক সাশ্রয়। এ ডায়নামিক ওয়েব-সাইট সংযুক্ত হলে=======আরো গতিশীল (dynamic)হবে- বর্তমান ও ভবিষ্যৎ জ্ঞান অর্জনের সুতিকাগার।সবার প্রতি রইলো আমার শুভ কামনা।

জনাব আ.ক.ম. মোজাম্মেল হক এম.পি (গাজীপুর-০১)

গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রি
,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Notice Board

-----------------------------------------------------
-----------------------------------------------------
-----------------------------------------------------

Message of Principal

Md. Altaf Hossain Khan
Principal

বিসমিল্লাহির রাহমানির রাহিম
“শতফুল ফুটতে দাও” এ গণতান্ত্রিক এবং সার্বজনীন শিক্ষার মূল ভিত্তিই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত অসাম্প্রদায়িক উদার ও আলোকিত বাংলাদেশ গড়া।এ লক্ষ্য সামনে রেখে কালিয়াকৈর বিশবিদ্যালয় কলেজে বর্তমান তথ্য প্রযুক্তির মহাসড়কে একটি ডায়নামিক ওয়েব-সাইট খোলা হচ্ছে।এটা অত্যন্ত আনন্দের কথা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১০ সালের শিক্ষানীতির আলোকে প্রত্যাশিত ওয়েব-সাইটের বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে জাতিকে সৃজনশীল ও কর্মমুখী করে তুলবে।একই সঙ্গে টেকসই

Read More...

উন্নয়নের ( sustainable development এর ) লক্ষে এ বিপুল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে সহায়তা করবে।সে দৃষ্টিভঙ্গীতে কলেজের ইতিহাসে এটি একটি মাইলস্টোন হয়ে থাকবে। আমি এ ওয়েব-সাইটটিকে পূর্ণাঙ্গরূপে কার্যকর করার এবং সময়ের চাহিদা মাফিক নতুন নতুন প্রোগ্রাম সংযোজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি : কলেজের যাবতীয় তথ্যাদি তাৎক্ষণিক ভাবে অবগত হবার সুযোগ সৃষ্টি হবে এ ওয়ো সাইটটি স্থাপিত হলে।সুযোগ হবে ভি.ডি.ও ক্লিকের মাধ্যমে সহশিক্ষা কার্যক্রমের অন্তর্ভূক্ত খেলধুলা ও বহুমুখী সাংস্কৃতিক কর্মকান্ডে ছাএ-ছাএীদের অনুপ্রাণিত করার মত জাতীয় ও আন্তর্জাতিক আইকনদের দেখার এবং শেখার। ডায়নামিক ওয়েব-সাইটটির মাধ্যমে উচ্চ মাধ্যমিক,বি.এম কোর্স,স্নাতক,ছাএ-ছাএী,শিক্ষক-শিক্ষিকা ও সকলেই যে কোন সময়ের চেয়ে অনেক উন্নত মানের তথ্য সেবা পাবেন।তাৎক্ষণিকভাবে জানতে পারবে অভ্যন্তরীণ ও পাবলিক পরীক্ষার ফলাফল। বড়ইবাড়ী আদর্শ কলেজটি শিক্ষা জগতের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষার আলো বিতরণে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে-এটাই আমাদের ঐকান্তিক কামনা ।

ধন্যবাদান্তে
(মো: আলতাফ হোসেন খান)
অধ্যক্ষ

ABOUT OUR COLLEGE CAMPUS

History of our Institute

নর্থ-স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন, দেবীগন্জ পঞ্চগড়। স্থাপিতঃ ২০১৮ খ্রিঃ ভূমিকাঃ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা টি প্রাচীনকাল থেকেই শিক্ষা-দীক্ষায় উন্নত। জাতির মেরুদন্ড এবং উন্নত জীবন গড়ার হাতিয়ার- এই মহান আদর্শকে সামনে রেখে কর্ম জীবনে একজন আদর্শ শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত মোঃ তনবিরুজ্জামান রুবেল ইতিহাস প্রসিদ্ধ এই অঞ্চলে এলাকার বিখ্যাত ব্যক্তিবর্গের সহায়তায় ২০১৮ সালে সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই বিদ্যাপীঠ টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠান পরিচিতিঃ করতোয়া নদীর পূর্ব তীরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা সদরের দেবিগঞ্জ ডোমার মহাসড়কের পূর্ব পাশে একটি মনোরম পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত। ভৌত অবকাঠামো এবং পড়ালেখার মান ভালো হওয়ার কারণে দূর-দূরান্ত থেকেও ছাত্র-ছাত্রীরা অত্র বিদ্যালয় লেখাপড়া করতে আসে। প্রতিষ্ঠানটিতে শিনিয়ে তাদের সন্তানদের শিক্ষা দান
Read More...

শু শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরিদ আহমেদ এর সুযোগ্য পরিচালনায় তথ্যপ্রযুক্তিতে সুদক্ষ শিক্ষকমন্ডলী ও অভিজ্ঞ প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সক্রিয় সহযোগিতায় বিদ্যাপীঠ অন্যতম শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠান অবকাঠামোঃ সকল প্রকার আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই বিদ্যালয়টি দুই একর জমির উপর প্রতিষ্ঠিত। ১০০০ বর্গফুটের তিনতলা ভবন। অভ্যন্তরে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবরেটরি এবং বিভিন্ন ধরনের বই সমৃদ্ধ লাইব্রেরী আছে। সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই বিদ্যালয়টিতে রয়েছে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা। রয়েছে নিজস্ব যাতায়াত ব্যবস্থা। প্রতিষ্ঠানটির পাঠদান সহ সার্বিক কার্যক্রম সিসিটিভি কর্তৃক নিয়ন্ত্রিত। একাডেমিক কার্যক্রমঃ বর্তমানে বিদ্যালয়টি উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত একজন মেধাবী শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টিতে বর্তমানে বিজ্ঞান ও মানবিক দুইটি বিভাগ চালু আছে। বিদ্যালয়টিতে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু আছে। বিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র-ছাত্রী রয়েছে নিজস্ব পরিচিতি ব্যাজ ও ড্রেস। এছাড়াও বিদ্যালয়টিতে শিক্ষক ও শিক্ষার্থীর ডিজিটাল হাজিরারও ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়ের সহপাঠীক কার্যক্রমঃ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে বার্ষিক মিলাদ মাহফিল, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আন্তঃস্কুল ক্রীড়া, দেয়ালিকা প্রকাশ, শিক্ষা সফর ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পরিশেষেঃ দেশ ও জাতির উন্নয়ন নির্ভর করে শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এবং সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে তথ্যপ্রযুক্তিনির্ভর যুগোপযোগী শিক্ষা দেয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। আশা করা যায়, সর্বোপরি সুদক্ষ পরিচালনা পরিষদের সহায়তা এবং যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী সার্বিক প্রচেষ্টায় সরকারের গৃহীত রুপকল্প উন্নত দেশ বিনির্মাণে ২০৪১ বাস্তবাশিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আযায়।শা করা য়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। প্রতিষ্ঠানটি মানসম্মত/p>

Message of GB Chairman

Kazi Hafizul Amim
UNO
&
Chairman of SMC

বিসমিল্লাহির রাহমানির রাহিম
অনেক অভিভাবক চান তাদের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে । আর এই সুশিক্ষার জন্য চাই ভাল পরিবেশ ও ভাল শিক্ষা প্রতিষ্ঠান। 'নর্থ-স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ' ছাত্র-ছাত্রীদের আদর্শ শিক্ষা প্রদান ও চরিত্র গঠনের কাজে নিবেদিত একটি প্রতিষ্ঠান। আমাদের বিশ্বাস অভিভাবকগণ অনেক আশা নিয়ে তাদের সন্তানদের শিক্ষা দান করার দায়িত্ব আমাদের উপর ন্যাস্ত করেন। এ প্রত্যাশা পূরণের জন্য 'এ টি ফাউন্ডেশন' ও 'নর্থ-স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ' এর প্রতিষ্ঠাতা

Read More...

চেয়ারম্যান সহ এটি ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী, অত্র স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ নিবেদিত প্রাণ। ছাত্র-ছাত্রীদের বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। এ জন্য আমরা অভিভাবকদের নিকট থেকেও সহযোগিতা আশা করি। ছাত্র-ছাত্রীদের মধ্যে নিয়ম-নিষ্ঠা, দায়িত্ববোধ, দেশাত্ববোধ, ও শৃঙ্খলাবোধ জাগিয়ে তোলার প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদেরকে চরিত্রবান, দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করা। সত্যিকার বিদ্যানুরাগী ছাত্রছাত্রদের নিকট এ নিয়মগুলো মোটেও কঠিন নয়, বরং এ নিয়মগুলো জীবনকে সুন্দর ও সুষ্ঠভাবে গড়ে তুলতে সহায়ক। তাই স্কুলের নিয়ম- নির্দেশনা পালনে ছাত্রছাত্রীদের যত্নবান হতে হয়। এ জন্য রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। নিয়মিত পড়াশুনা, খেলাধুলা, ক্লাশে যোগদান ও পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াও পারষ্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সহপাঠীদের সাথে বন্ধুত্বসূলভ সম্পর্ক গড়ে তোলা। প্রতিষ্ঠানের সুনাম-সুখ্যাতি অক্ষুন্ন রাখার ব্যাপারে যত্নবান হওয়া। প্রতিষ্ঠানটিকে নিজের মনে করে জিনিসপত্রের প্রতি যত্নশীল হওয়া ইত্যাদি।

পরিশেষে সবার সুন্দর জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করর্ষণীয়।

Some of our Happy Memories

Find us in Google

-----------------------------------

Thankyou for visit our website